Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের তালিকা

 আমাদের প্রশিক্ষণ কোর্সসমূহ  

    বুনিয়াদি প্রশিক্ষণ কোস; 
    পল্লী ও শহর সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনা;
    প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিসেস ব্যবস্থাপনা;
    আধুনিক অফিস ব্যবস্থাপনায়;
    হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনা;
    প্রাতিষ্ঠানিক সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনা;
    কমিউনিকেটিভ ইংলিশ কোর্স;
    Refresher’s Course এবং
    ওরিয়েন্টেশন /ওর্য়াকশপ / সেমিনার / সিম্পোজিয়াম ইত্যাদি।

 

প্রশিক্ষণকে কার্যকর ও ফলপ্রসু করার লক্ষ্যে আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয়। অনুসৃত প্রশিক্ষণ পদ্ধতিগুলো হচ্ছে, আইস ব্রেকিং, ক্লাস লেকচার, রোল প্লে, অনুশীলন, এ্যাসাইনমেন্ট, ব্যক্তি/দলীয় উপস্থাপনা,ঘটনা সমীক্ষা, ফিড ব্যাক, চিত্র প্রদর্শনী, দলীয় আলোচনা, মাঠ পরিদর্শন, দলীয় কাজ ও দলগত প্রতিবেদন, উপস্থিত বক্তৃতা, ব্যবহারিক/হাতে-কলমে শিক্ষাদান এবং সাফল্যের কাহিনী উপস্থাপন।

 

প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং ও মূল্যায়নের উদ্দেশ্যে নির্দিষ্ট কমিটি কর্তৃক বিভিন্ন সময়ে প্রশিক্ষণার্থীদের মাধ্যমে প্রশিক্ষক/রিসোর্স পার্সনের বক্তব্য উপস্থাপনের দক্ষতা মূল্যায়ন করা হয়। একাডেমির অন্যান্য সুযোগসুবিধা কতটা বিদ্যমান রয়েছে সে সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন পর্যবেক্ষণপূর্বক তাদের মূল্যবান মতামত গ্রহণ করা হয়। প্রশিক্ষণ মডিউলে অন্তর্ভুক্ত বিষয়সমূহের উপর চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে প্রশিক্ষণার্থীদের ফলাফল মূল্যায়ন ও গ্রেডিং প্রদান করা হয়। প্রশিক্ষণ কোর্সের বিষয়বস্তুর উপর ভিত্তি করে ক্লাস লেকচারের জন্য কেবল উপযুক্ত, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদেরকে রিসোর্স পার্সন বা বক্তা হিসেবে নির্বাচন ও আমন্ত্রণ জানানো  হয় এবং জাতীয় সমাজসেবা একাডেমি ১৯৮৪ সালে স্থায়ী রাজস্বখাতে স্থানান্তর হওয়ার পর থেকে জুন ২০১৭ পর্যন্ত বিভিন্ন বিষয়ে ক্রমপুঞ্জিতভাবে ১৩২৪০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে।